Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মুরাদপুর

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা হতে ১৪ কিলোমিটার দক্ষিন-পশ্চিম দিকে অবস্তিত মুরাদপুর ইইনিয়ন পরিষদ । মোট জনসংখ্যার মধ্যে ৬৫% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমাদের এলাকায় ৯০% লোক কৃষি কাজের ইপর নির্ভরশীল।

                                 

ক) নাম: ১৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন : ২,৮২৬ (বর্গ কিঃ মিঃ)

গ) জনসংখ্যা : ১৬,৫৪০ জন, পুরুষ ৮,৬১৬ জন, ৭৯২৪মহিলা  জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা : ২৭ টি।

ঙ) মৌজার সংখ্যা : ৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা :২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : জীপ গাড়ী, নৌকা।

জ) শিক্ষার হার – ৩০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়: ৬ টি,

    বে-সরকারী রেজি: প্রাঃ বিদ্যালয়- নাই,

    কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়: ১ টি(এফআইভিডিবি)।    

    উচ্চ বিদ্যালয় : ১টি।

    মাদ্রাসা: ৫টি।

   মসজিদ: ২০টি।

   মন্দির: ৩ টি

ঞ)  পোষ্টঅফিস: ২টি।

চ) নদ-নদীর সংখ্যা: ২টি  রত্না, ভেরা মোহনার শাখা।

 

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান: জনাব মো: রফিকুল ইসলাম পাশা।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান: নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান: নাই।

ঠ) ইউপি ভবন: নাই।

ড) নব গঠিত পরিষদের বিবরণ :

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৮/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২০/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৪/০৮/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম : মর্দনপুর, শান্তিপুর, ভবানীপুর, লালপুর, রায়পুর, দীঘলবাগ, মাখনিয়া, রহমতপুর, মোহাম্মদপুর, মুরাদপুর, শাহজালালপুর, স্কুলহাটি,তালেবপুর, গানপুর, যশকেশরী, পাহাড়পুর, মীর্জাপুর, কান্দিপাড়া, নীলহাটি, পাগলশী, কামারগাঁও, নীলহোসেনপুর,  হোসনেপুর, শ্রীমঙ্গল, ইসলামপুর, মাটিকাটা।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল :

               ১) নির্বাচিত পরিষদ সদস্য : ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব : ১ জন।

              ৩) দফাদার: ১জন।

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ : ৯ জন।